আরএফইডি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন ইত্তেফাকের সাইদুর রহমান
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/Saidur-827x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন এন্ড ডেমোক্রেসি (আরএফইডি) প্রবর্তিত সাংবাদিক হোসাইন জাকির বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছেন দৈনিক ইত্তেফাকের রাজনীতি ও নির্বাচন বিষয়ক সম্পাদক সাইদুর রহমান।
রোববার সকালে (৯ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনের ফোয়ারা চত্বরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসিরউদ্দিন সাইদুর রহমানের হাতে এই পুরস্কার তুলে দেন।
আরএফইডি সভাপতি ইকরামুল হক সায়েমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবীরের সঞ্চালনায় এ সময়ে চার নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক ইত্তেফাকে ‘আওয়ামী লীগকে সুবিধা দিতে ১৩০ আসনের সীমানা বদল’ শিরোনামে প্রকাশিত সংবাদের জন্য প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে এই পুরস্কার পান তিনি। এছাড়াও টেলিভিশন ক্যাটাগরিতে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মাহমুদুল হাসান পারভেজ এবং অনলাইন ক্যাটাগরিতে বিডি২৪ লাইভ ডটকমের মেহেদী হাসান হাসিব পুরস্কার লাভ করেন। আরএফইডির সাবেক সভাপতি শেখ নজরুল ইসলাম, কালেরকন্ঠের সিটি এডিটর কাজী হাফিজ এবং যমুনা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক তৌহিদুল ইসলামের নেতৃত্বে গঠিত তিন সদস্যের জুরিবোর্ড যাচাই-বাছাই করে তিনজন রিপোর্টারকে তিন ক্যাটাগরিতে সেরা রিপোর্টার হিসেবে নির্বাচিত করেন। নির্বাচিত তিনজন রিপোর্টারকে ক্রেস্ট, সনদ ও সম্মানী দেয়া হয়।
এর আগে সেরা রিপোর্টিয়ের জন্য সাংবাদিক সাইদুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি প্রদত্ত চিশতি শাহ হেলালুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন প্রদত্ত জাতীয় অধ্যাপক সুফিয়া আহমদ এবং মাসিক এডুকেশন ওয়াচ পদক লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করা সাইদুর রহমান দৈনিক দিনকাল এবং দৈনিক ইত্তেফাকের ঢাকা বিশ্ববিদ্যালয় রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে ইত্তেফাকের রাজনীতি ও নির্বাচন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাতক্ষীরার কলারোয়ার কৃতিসন্তান সাইদুর রহমান ২০২৩-২০২৪ সেশনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন এন্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে দৈনিক ইত্তেফাকের ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) ইউনিট চিফ হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও সাতক্ষীরার কলারোয়ার ঐতিহ্যবাহী কাজীরহাট কলেজের গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালন করেন।
পেশাগত দায়িত্ব পালনে তিনি যুক্তরাষ্ট্র, চীন, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত, নেপাল, ভূটান ইত্যাদি দেশ ভ্রমণ করেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন