আরব আমিরাতে সরকারের সমালোচনায় ১০ বছরের জেল
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/05/uae.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সামাজিক যোগাযোগ মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত সরকারের সমালোচনা করায় সংস্কারপন্থী এক নেতাকে ১০ বছরের কারাদণ্ড ও প্রায় পৌনে তিন লাখ মার্কিন ডলার জরিমানা করেছে দেশটির আদালত। বুধবার রাতে স্থানীয় গণমাধ্যমে এ কথা বলা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রসঙ্গত, ২০১১ সালে আরব বসন্তের সময় পূর্ণাঙ্গ রাজতন্ত্রের দেশ সংযুক্ত আরব আমিরাতে সংস্কারের দাবিতে আন্দোলন করায় শীর্ষ যে পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে, তার মধ্যে আহমেদ মানসুর নামের এই রাজনৈতিক কর্মী অন্যতম।
প্রতিবেদনে বলা হয়েছে, মানসুরসহ অন্যান্য গণতন্ত্রপন্থী কর্মীদের বিরুদ্ধে দেশটির নেতাদের উপেক্ষা করার অভিযোগ আনা হয়েছে। পূর্ণ রাজতন্ত্রের এই দেশটিতে জনগণের সমালোচনা খুব কমই সহ্য করা হয়।
খবরে বলা হয়েছে, মানসুরকে ২০১৭ সালের মার্চে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে সমাজে বিভক্তি সৃষ্টির অভিযোগ আনা হয়। যদিও আদালত তাকে সন্ত্রাসবাদ সংক্রান্ত অভিযোগ থেকে মুক্তি দেয়।
এদিকে, মানবাধিকার সংগঠনগুলো মানসুরের মুক্তি দাবি এবং তার কারাদণ্ডকে মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী বলে উল্লেখ করেছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন