আর্জেন্টিনার কোপা আমেরিকা দল ঘোষণা
বিশ্ব ফুটবলের প্রাচীনতম টুর্নামেন্ট ‘কোপা আমেরিকা’। শতবর্ষী এই টুর্নামেন্টের এবারের আসর বসবে নেইমারের দেশ ব্রাজিলে। আগামী ১৪ জুন সাও পাওলোতে ব্রাজিল বনাম বলিভিয়া ম্যাচ দিয়ে শুরু হবে দক্ষিণ আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই। সেই লক্ষ্যে ৩২ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা।
দলে ফিরেছেন ম্যানচেস্টার সিটির ফরওয়ার্ড সার্জিও আগুয়েরো। রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেওয়ার পর থেকেই দলের বাইরে ছিলেন আগুয়েরো। প্রিমিয়ার লীগে এবারের মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে সর্বমোট ২০ টি গোল করে চতুর্থ সর্বোচ্চ গোল করেছেন তিনি।
আগুয়েরো ছাড়াও এবারের কোপা আমেরিকার দলে রয়েছেন দিবালা, ইকার্ডির মতো তারকা ফুটবলাররা। কোপা আমেরিকার জন্য ঘোষিত ৩২ সদস্যের প্রাথমিক স্কোয়াডে আরও যারা রয়েছেন:
গোলরক্ষক: ফ্র্যাংকো আরমানি (রিভার প্লেট), এস্তেবান আন্দ্রাদা (বোকা জুনিয়র্স), আগস্টিন মার্সেচিন (ক্লাব আমেরিকা), হুয়ান মুসো (উদিনিস) এবং গেরোনিম রুলি (রিয়েল সোসাইডাদ)।
রক্ষণভাগ: রেঞ্জো সারভিয়া (রেসিং ক্লাব), গ্যাব্রিয়েল মারকাদো (সেভিলা), নিকোলাস ওটামেন্ডি (ম্যানচেস্টার সিটি), জার্মান পেজেলা (ফিওরেন্টিনা), ওয়াল্টার কানম্যান (গ্রেমিও), নিকোলাস টাগলিয়াফিকো (আয়াক্স), মার্কস আকুনা (স্পোর্টিং সিপি), রামিরো ফুনেস মরি (ভিলারিয়াল) এবং হুয়ান ফয়েথ (টটেনহ্যাম হটস্পার)।
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারদে (প্যারিস সেন্ট জার্মেইন), জিওভানি লো সেলসো (রিয়েল বেটিস), এজেকুয়েল প্যালিওসিওস (রিভার প্লেট), গুইডো রদ্রিগেজ (ক্লাব আমেরিকা), রবার্টো পেরেইরা (ওয়াটফোর্ড), রডরিগো দে পল (উদিনেস), মতিয়া জারাচো (রেসিং ক্লাব), আনহেল ডি মারিয়া (প্যারিস সেন্ট জার্মেইন), পিটি মার্টিনেজ (আটলান্টা ইউনাইটেড), পাওলো দিবালা (জুভেন্টাস), ম্যাক্সিমিলিয়ানো মেজা (মন্টেরেরি), ইভান মার্কন (বোকা জুনিয়র্স)।
আক্রমণভাগ: লিওনেল মেসি (বার্সেলোনা), সার্জিও আগুয়েরো (ম্যানচেস্টার সিটি), লাওতারো মার্টিনেজ (ইন্টার মিলান), এঞ্জেল কোরিয়া (এটলেটিকো মাদ্রিদ), মতিয়া সুয়ারেজ (রিভার প্লেট), মাউরো ইকার্ডি (ইন্টার মিলান)।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন