আলাল-সোহেলসহ ২৫ জনের বিচার শুরু
রাজধানীর পল্টন থানার নাশকতা মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও হাবিবুন নবী খান সোহেলসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
সোমবার ঢাকা মহানগর হাকিম লুৎফর রহমান শিশির আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষীর জন্য ২৭ সেপ্টেম্বর দিন ধার্য করেন।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপির নেতা সুলতান সালাউদ্দিন টুকু ও শফিউল বারী বাবু।
অভিযোগ গঠন শুনানির সময় আসামিপক্ষের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী, জহীর রায়হান জসিম, নিহার হোসেন ফারুক ও মমিনুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১২ সালের ২৩ এপ্রিল রাজধানীর পল্টন থানাধীন নয়াপল্টন এলাকায় আসামিরা অনাবিল পরিবহনে অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় পল্টন থানার উপ-পরিদর্শক জাকির হোসেন একটি মামলা দায়ের করেন। ২০১৩ সালের ৫ অক্টোবর পল্টন থানার উপ-পরিদর্শক শফিউর রহমান বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন