আ’লীগের মনোনয়নপত্র কিনলেন জাতীয় প্রেসক্লাব সভাপতি
চাঁদপুর-৪ এ নির্বাচন করতে মনোনয়ন ফরম কিনেছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান।
রোববার সকাল সোয়া ১১টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে ফরম কেনেন তিনি।
ফরম কেনার পর বর্ষীয়ান এই সাংবাদিক পরিবর্তন ডটকমকে বলেন, ‘বাংলাদেশ উন্নয়নের যে পর্যায়ে পৌঁছেছে, তাতে নাম নিতেই গর্ব হয়। শেখ হাসিনার উন্নয়ন অভিযাত্রায় আমি সারথী হতে চাই’।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর শুক্রবার সকাল থেকে আওয়ামী লীগ মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে। দলীয় মনোনয়ন ফরম কেনার জন্য শুক্রবার থেকেই বিভিন্ন আসনের প্রার্থী ও তাদের শত শত সমর্থক বর্ণিল শোভাযাত্রা নিয়ে জড়ো হচ্ছেন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে।
শনিবার পর্যন্ত ৩২শ মনোনয়ন ফরম বিক্রি করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
এবার আওয়ামী লীগের মনোনয়ন ফরমের দাম ২৫ হাজার থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে। দলের নির্বাচন পরিচালনা কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি করতে আটটি বিভাগের জন্য আটটি বুথ খোলা হয়েছে। ধানমন্ডিতে দলটির বর্ধিত কার্যালয়ের দোতলা ও তিনতলা থেকে মনোনয়ন ফরম কিনছেন মনোনয়ন প্রত্যাশী ব্যক্তিরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন