আ’লীগ-জাপার শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/02/regv.png)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি থেকে শতাধিক নেতাকর্মী বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছে। বড়বাড়ী ইউনিয়ন বিএনপি অফিস মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি নুর ইসলাম নুরুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
এ সময় দলে নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন নের্তৃবৃন্দ।
যোগদান অনুষ্ঠানে আরো উপস্থিত থেকে বক্তৃতা করেন, ইউনিয়ন বিএনপির সেক্রেটারি হাবিবুর রহমান হবি, প্রচার সম্পাদক এবিএম ফারুক সিদ্দিকী, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ লেমন, অ্যাডভোকেট আঞ্জুমানআরা শাপলা, যোগদানকারী নেতা আব্দুল মান্নান প্রমুখ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন