আ’লীগ পাল্টাপাল্টি সমাবেশ করে না : কাদের

আওয়ামী লীগ বিএনপির সাথে রাজনৈতিক কর্মসূচি নিয়ে পাল্টাপাল্টি করে না বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে দলটির নাগরিক সমাবেশের প্রস্তুতি পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।এ সমাবেশ বিএনপির পাল্টা সমাবেশ কি না জানতে চাইলে কাদের বলেন, ‘এটা পাল্টা সমাবেশ না, আমরা বিএনপির সাথে পাল্টাপাল্টি করি না। বিএনপি প্রয়োজন মনে করলে পাল্টাপাল্টি করবে, সেটা তাদের ব্যাপার।’
.
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা এটা পাল্টাপাল্টি ভাববেন কেন? আমরা এমন মনে করি না। এটা ৭ মার্চের স্বীকৃতির সেলিব্রেশন।’

এ সমাবেশে কী ধরনের বার্তা আসতে পারে জানতে চাইলে কাদের বলেন, ‘এখানে সভাপতি ইমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান, প্রধান অতিথি বাঙালির বিশ্বাসের প্রতিনিধি শেখ হাসিনা। তারা কী বলবেন বা বার্তা দিবেন সেটা বলার ধৃষ্টতা আমি কেন দেখাব?’

ইউনেস্কোতে এ ভাষণের স্বীকৃতির জন্য প্রস্তাব উত্থাপনকারী শিক্ষক রাবেয়া খাতুনকে সমাবেশে নিমন্ত্রণ করা হবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সবাইকে চিঠি দেওয়া হচ্ছে, আজও চিঠি যাবে। আমার মনে হয়, ভাষণটা গুরুত্বপূর্ণ, সেটা আপনাদের বুঝতে হবে। আমি প্রস্তাব দিলাম, তাতে কি আমি স্বীকৃতি পেলাম? কে প্রস্তাব দিলো সেটা না, স্বীকৃতিটা ভাষণের।’

সমাবেশে জনসমাগমের বিষয়ে তিনি বলেন, ‘৭ মার্চ কেবল আওয়ামী লীগের সমাবেশ ছিল না। তেমনি কালকের সমাবেশেও সবাই আসবে। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতায় বিশ্বাসী সবাই আসবে।’

এর আগে তিনি বঙ্গবন্ধুর ভাষণকে ইউনেস্কোর স্বীকৃতি উপলক্ষে শনিবারের নাগরিক সমাবেশের স্থান পরিদর্শন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন নাগরিক কমিটির যুগ্ম-আহ্বায়ক হারুন-অর-রশীদ, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।