আলোচনা ফলপ্রসূ হয়েছে, আমরা সন্তুষ্ট : বি. চৌধুরী
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/11/bc-20180925234825-1.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপ প্রসঙ্গে যুক্তফ্রন্ট চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, আমরা সন্তুষ্ট। শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
বি চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের সঙ্গে প্রায় তিন ঘণ্টাব্যাপী সংলাপ অনুষ্ঠিত হয়। পরে তিনি বলেন, দীর্ঘ সময় আলোচনা করেছি, প্রধানমন্ত্রী ধৈর্য ধরে আমাদের কথা শুনেছেন।
বি চৌধুরী বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। আমরা সন্তুষ্ট। আরো আলোচনা হবে। প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা নির্বাচনে যেতে প্রস্তুত। তবে বিষয়টি পরে বিস্তারিত ব্যাখ্যায় বলবো।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন