আল-জাজিরা বন্ধ করতে চান নেতানিয়াহু
কাতারভিত্তিক মধ্যপ্রাচ্যের সবচেয়ে জনপ্রিয় সংবাদমাধ্যম আল জাজিরার জেরুজালেমে সম্প্রচার বন্ধ করে দিতে চান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। সংবাদমাধ্যমটি জেরুজালেমে আল আকসা মসজিদকে কেন্দ্রকরে চলমান উত্তেজনা নিয়ে ‘স্পর্শকাতর’ সংবাদ প্রকাশ করছে এমন অভিযোগ এনে বুধবার তিনি এ মন্তব্য করেন।
এক ফেসবুক পোস্টে তিনি বলেন, আল-জাজিরা টেম্পল মাউন্টকে ঘিরে সহিংসতা ছড়াচ্ছে। আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বেশ কয়েকবার এই চ্যানেল বন্ধের নির্দেশ দিয়েছি। কিন্তু আইনী জটিলতায় এটা স্মভব হচ্ছে না।’
এর আগেও আল-জাজিরার বিরুদ্ধে পক্ষপাতমূলক সংবাদ প্রচারের অভিযোগ এনেছিলো ইসরায়েল। তবে আল-জাজিরা থেকে এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি।
চলতি সপ্তাহে আল-আকসা মসজিদের প্রবেশ পথে মেটাল ডিটেক্টর বসায় ইসরায়েল। এছাড়া জুমার নামাজে ৫০ বছরের কম বয়সীদের মসজিদে প্রবেশে বাধা দেয় তারা। ইসরায়েলের এমন পদক্ষেপের প্রতিবাদে ফুঁসে ওঠে ফিলিস্তিনিরা। রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করে। বিক্ষোভ ছড়িয়ে পড়ে পশ্চিম তীর পর্যন্ত। সূত্র: মিডলইস্ট মনিটর।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন