আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটে উৎপাদন বন্ধ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/10/brahmanbaria-b-20181021124054.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
যান্ত্রিক ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে। রোববার সকাল সাড়ে ৮টা থেকে আশুগঞ্জ-কিশোরগঞ্জ ১৩২ কেভি সঞ্চালন লাইনে ত্রুটি দেখা দেয়ায় ওই পাঁচ ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। এতে করে জাতীয় গ্রিডে ১১৪৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস পেয়েছে।
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. শাহ আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে হঠাৎ করে আশুগঞ্জ-কিশোরগঞ্জ ১৩২ কেভি সঞ্চালন লাইনে ত্রুটি দেখা দেয়। এর ফলে ১৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ইউনিট ৩ ও ৪, ৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন গ্যাস ইঞ্জিন, ২২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সিপিপিসি ও ৫৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন প্রিসিশন ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।
বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব প্রকৌশলীরা ত্রুটি সারানোর কাজ করছেন বলেও জানান তিনি।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন