আশুলিয়ার পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক : সাভারে আশুলিয়ার পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে আবির ও সিয়াম নামে দুই শিশুর মৃত্যুর হয়েছে। খবর পেয়ে স্থানীদের সহায়তায় ঘটনাস্থল থেকে দুই শিশু মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকালে আশুলিয়ার কুরগাঁও এলাকার একটি পুকুর এই দুই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত আবির দ্বিতীয় শ্রেনীর ও সিয়াম ৬ ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিলো।নিহত আবির আশুলিয়ার কুরগাঁও এলাকার নরু মিয়ার ছেলে। নিহত সিয়াম একই এলাকার আবদুল হাইয়ের ছেলে।
পুলিশ জানায়, কুরগাঁও এলাকার দুই প্রতিবেশী শিশু ব্রিজের নিচে পানিতে গোসল করতে নেমে।পরিবার অনেক খোঁজাখুজি করেও কোন সন্ধান পায়নি। পরে বিকালে স্থানীয়রা পানিতে দুই শিশু মৃতদেহ ভেঁসে থাকা অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে পুলিশে খবর দেয়।পরে পরিবারের কাছে মৃত দেহ দুটি হস্তান্তর করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন