আশুলিয়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমান জিহাদী বই উদ্ধাব
নিজস্ব প্রতিবেদক : আশুলিয়ায় জঙ্গী কাযক্রমে জড়িত থাকার সন্দেহে একটি এসির আমদানী কারক প্রতিষ্ঠানের গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমান জিহাদী বই উদ্ধাব করেছে র্যাব। এছাড়া জঙ্গী সংশ্লিষ্টতার বিভিন্ন তথ্য প্রমান পাওয়া গেছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
র্যাব জানায়, রোববার ভোর রাতে র্যাব ১ আশুলিয়ার কাঠগড়ায় রড় রাঙ্গামাটিয়া এলাকার এসি ও ইলেকট্রনিক পণ্য আমদানী কারক প্রতিষ্টান হারুন ইঞ্চিনিয়ারিং লিমিটেডের ওয়ার হাউজে অভিযান চালানো হয়। তবে কাউকে আটক করা যায়নি। এটি কোন জঙ্গী আস্তনা নয়। তবে জঙ্গী কর্মকান্ডে জড়িত ও মদদ দেয়ার বিভিন্ন আলামত ও তথ্য প্রমান পাওয়া গেছে। গুদাম থেকে বিভিন্ন সময় জিহাদী বইসহ জঙ্গী সংশ্লিষ্টতার নানা জিনিস এখান থেকে ড্রাইভাররা গাড়ির মাধ্যমে অন্যত্র সরবরাহ করে থাকে। বিশেষ করে আত্নগোপনে থাকা প্রতিষ্ঠানের মালিক হারুন সন্দেহের তালিকা রয়েছেন। তার বিষয়ে কোঁজ খবর নেয়া হচ্ছে বলে জানিয়েছে র্যব ১ এর অধিনায়ক লে: কর্নেল মো. সারোয়ার বিন কাশেম।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন