আশুলিয়ায় বাস উল্টে নিহত ১, আহত ১০
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/07/20217120_879239162233389_2113667572_n-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নিজস্ব প্রতিবেদক (সাভার) : সাভারের আশুলিয়ায় যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এক পথচারী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১০ জন।আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১ টায় নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় এই র্দুঘটনা ঘটে।
এসময় মহাসড়কের দীর্ঘ যানযটের সৃষ্টি হয়।প্রায় ত্রিশ মিনিট পর উল্টে যাওয়া বাসটি মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
তবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানায়, চন্দ্রা থেকে নবীনগরগামী পলাশ পরিবহনের যাত্রীবাহি বাস আশুলিযার পলাশবাড়ী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।এসময় বাসের নিচে চাপা পড়ে এক পথচারীর মৃত্যু হয়।আহত হয় বাসে থাকা আরও ১০ জন।আহতের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।
উল্টে যাওয়া বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন