আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ নির্মাণ শ্রমিক নিহত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/08/21015193_898399086984063_7672529_n-720x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নিজস্ব প্রতিবেদক, (সাভার) : সাভারের আশুলিয়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে আশুলিয়ার গাজীরচট মুন্সিপাড়া এলাকায় শাহাবুদ্দিনের বাড়িতে এঘটনা ঘটে।
পুলিশ জানায় দুপুরে গাজীরচট মুন্সিপাড়া এলাকায় শাহাবুদ্দিনের বাড়িতে কয়েকজন নির্মাণ শ্রমিক কাজ করছিলেন। এসময় ছাদের উপর দিয়ে বয়ে যাওয়া বিদ্যুৎ এর তাড়ে জড়িয়ে পড়েন নির্মাণ শ্রমিক হাবিব (৪৫)।
পরে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে আশুলিয়ার হাবিব ক্লিনিকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। এসময় ওই নির্মাণ শ্রমিকের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিষয়টি নিশিচত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন