আশুলিয়ায় মহাসড়কে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
সাভারের আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২। এ ঘটনায় ঘাতক বাস ও এর চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
পুলিশ জানায়, শুক্রবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের নবীনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ আরো জানায়, নওগাঁ জেলা থেকে রাজবাড়ী জেলার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন তিন জন। এসময় মোটরসাইকেলটি নবীনগর-চন্দ্রা মহাসড়কের নবীনগর এলাকায় পৌছলে দূরপাল্লার দ্রুতগতির একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সোহান নামে এক ব্যক্তি নিহত হয়। এসময় আহত হয় মোটরসাইকেলে থাকা আরো দুই জন। পরে তাদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এঘটনায় ঘাতক বাস ও এর চালককে আটক করে আশুলিয়া থানা পুলিশের নিকট সোপর্দ করেছে স্থানীয়রা। তবে এব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পুলিশের কোন কর্মকর্তা।
নিহত মোটর সাইকেল চালক সোহান নওগা জেলার বদরগাছী থানার প্রধানকুণ্ডী গ্রামের বাসিন্দা। তার শ্বশুড়বাড়ি রাজবাড়ী জেলায়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন