আশুলিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় পুলিশ সদস্য নিহত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/07/hcUv34Av.png)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নিজস্ব প্রতিবেদক : সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় দ্বায়িত্বরত অবস্থায় শিল্প পুলিশ-১ এর এক সদস্য নিহত হয়েছেন। এঘটনায় ঘাতক ক্ল্যাসিক পরিবহনের বাসটি আটক করা গেলেও এর চালক ও সহকারী পালিয়ে গেছে।
রবিবার সকাল ৭টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের নরসিংহপুর এলাকায় মেডলার এ্যাপারেলস নামে কারখানার সামনে এই দূর্ঘটনা ঘটে।
নিহত উইলিয়াম মার্ডি নামে ঐ পুলিশ সদস্য।
রাজশাহী জেলার গোদাগারি থানার দেবি লাল মার্ডির ছেলে। সে ২০১৫ সালে ৯০ কং হিসেবে পুলিশে যোগদান করেন।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সানা শামীনুর রহমান শামীম জানান, সকালে মেডলার কারখানায় নিরাপত্তার দ্বায়িত্ব পালনের জন্য সেখানে যান ঐ পুলিশ সদস্য। এসময় রাস্তা পাড়াপাড়ের হতে গেলে বেপড়োয়া আশুলিয়া ক্ল্যাসিক পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। পরে গুরুতর অবস্থায় তাকে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্র হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার অবস্থার অবনতি হলে তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
তিনি আরো জানান, এঘটনায় স্থানীয়দের সহায়তায় ঘাতক বাসটি আটক করা গেলেও এর চালক ও সহকারী পলাতক রয়েছেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন