আশুলিয়ায় শিল্পীকে গণধর্ষণের ঘটনায় দুই ব্যক্তি গ্রেপ্তার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/08/20750674_891496041007701_304354406_n-675x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সাভারের আশুলিয়ায় গানের অনুষ্ঠানে ডেকে এনে বাউল শিল্পিকে গণধর্ষনের ঘটনায় দায়েরকৃত মামলায় পুলিশ রাজ্জাক ও আতাউর নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় জড়িত বাকীদের ধরতে অভিযান চালানো হচ্ছে।
শুক্রবার সকালে আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত বুধবার আশুলিয়ার আউকপাড়া এলাকায় একটি অনুষ্ঠানে গান গাওয়ার কথা বলে নারায়নগঞ্জ থেকে এক বাউল শিল্পিকে ডেকে আনে কয়েক ব্যক্তি। পরে তাকে একটি কক্ষে আটক রেখে ৮-১০ জন গণধর্ষণ করে। পরে স্থানীয়রা অসুস্থ অবস্থায় ঐ শিল্পীকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ঢাকা মেডিকেল ওসিসি সেন্টার পাঠানো হয়েছে।
পরবর্তীতে ওই শিল্পী আশুলিয়া থানায় অজ্ঞাতনামাদের আসামী করে থানায় মামলা দায়ের করে। পরে পুলিশ আশুলিয়ার বিভিন্ন এলকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত রাজ্জাক ও আতাউর নামে ২ জনকে গ্রেপ্তার করে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন