আসছে খালেদা জিয়ার ‘বিশেষ বার্তা’
জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর আলোচনার আগে খালেদা জিয়ার বিশেষ বার্তা পেতে যাচ্ছেন বিএনপির নেতারা। বিএসএমএমইউতে মঙ্গলবার পরিবারের সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেলে এ বার্তা দেয়া হতে পারে।
জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যরা খালেদা জিয়াকে সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। পরবর্তী করণীয় সম্পর্কে তার মতামত বা পরামর্শও চাইবেন।
উল্লেখ্য, জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে গত রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সংলাপ চেয়ে চিঠি দেয়। ওই চিঠির জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার আলোচনার আমন্ত্রণ জানিয়ে চিঠি দেয়।
এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের সাজা বাড়িয়ে ১০ বছর করেছেন হাইকোর্ট। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সাজার মেয়াদ পাঁচ বছর বাড়ানো হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন