আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জে প্রস্তুতিমূলক আলোচনা সভা

দিনাজপুরের বীরগঞ্জে আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বীরগঞ্জ উপজেলা শাখার বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে বীরগঞ্জ কেন্দ্রিয় হরিবাসর প্রাঙ্গনে অনুষ্ঠিত উক্ত আলোচনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মহেশ চন্দ্র রায়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রিয় কৃষক দলের সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি শিল্পপতি আলহাজ্ব মনজুরুল ইসলাম মনজু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোপাল দেবশর্মা, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী রতন কুমার রেন্টু, দিনাজপুর রাজদেবোত্তর ট্রাস্টি বোর্ডের সদস্য বিমল দাস।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি প্রেমানন্দ রায়, শিবরামপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কুমার রায়, পলাশবাড়ী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি হরেন দেবনাথ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্মীয় স¤প্রতি বজায় রেখে প্রতি বছর সার্বজনীন দূর্গা উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। এ উৎসবকে কেন্দ্র করে ইতোমধ্যেই ১৬৩টি মন্ডপ কমিটি এখন প্রতিমা স্থাপনের কাজ শুরু। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় প্রতিবছরের ন্যায় এবার আরও উৎসব মুখর হয়ে উঠবে দূর্গা উৎসব এমনটি আশা প্রকাশ করেন উপস্থিত নেতৃবৃন্দ।

পঞ্জিকা মতে এ বছর দেবীর এবার দেবীর দোলায় আগমন। ফল মড়ক এবং এবার দেবীর ঘটকে গমন, ফল ছত্রভঙ্গ।
উল্লেখ্য, আগামী সনাতন ধর্মালবম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা ৮ অক্টোবর মহাপঞ্চমী, ৯ অক্টোবর মহাষষ্ঠী, ১০ অক্টোবর মহাসপ্তমী,১১অক্টোবর মহাষ্টমী,১২ অক্টোবর মহানবমী ও ১২ অক্টোবর মহাদশমীর মধ্যে দিয়ে সমাপ্তি ঘটবে শারদীয় দুর্গাপূজার।