মাদারীপুরে আসিফ নজরুলের বিরুদ্ধে মানহানির মামলা
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে আজ বৃহস্পতিবার নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের বিরুদ্ধে চট্রগ্রাম বন্দরে লস্কর নিয়োগের বিষয়ে ফেসবুকে মিথ্যা তথ্য দিয়ে স্ট্যাটাস দিয়ে ছিল ড. আসিফ নজরুল এ অভিযোগে তার বিরুদ্ধে নৌপরিবহন মন্ত্রীর চাচাতো ভাই জেলা পরিষদের সদস্য মো. ফারুক খান মানহানির মামলা করেন।
মামলার বিবরনের থেকে জান যায়, চট্রগ্রাম বন্দরে লস্কর নিয়োগের পরীক্ষায় ৯২ জন উত্তীর্ণ হয়ে ছিল, এর মধ্যে ৯০ জনেই নৌপরিবহন মন্ত্রীর এলাকার মাদারীপুরের বসিন্দা। অথচ উনি চাইলে ৯২ জনই উনার এলাকার লোক হতে পারতো। দুইজন ভিন্ন এলাকার লোক নিয়োগ দিয়ে উনি সততার যে দৃষ্টান্ত দেখালেন তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এ কথা গুলি ফেসবুকে মিথ্যা তথ্য দিয়ে স্ট্যাটাস দিয়ে ছিল ড. আসিফ নজরুল এ কারনে তার বিরুদ্ধে প্রথমে আইসিটি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করার আবেদন করলে আদালত তা গ্রহন করে নাই।
পরে বৃহস্পতিবার দুপুরে আসিফ নজরুলের বিরুদ্ধে মানহানির একটি মামলা দায়ের করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন