আসিফ নজরুল-ফরহাদ মজহার শিক্ষার্থীদের সংঘর্ষে ঠেলেছে: ঢাবি ছাত্রলীগ সভাপতি

অধ্যাপক আসিফ নজরুল ও লেখক ফরহাদ মজহার শিক্ষার্থীদের সংঘর্ষের দিকে ঠেলে দিয়েছেন বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন।

সোমবার (১৫ জুলাই) বিকেলে সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

শয়ন বলেন, ‘এখানে আসিফ নজরুল আছেন, ফরহাদ মজহার আছেন, তারা বিভিন্নভাবে সংঘর্ষের দিকে ছাত্রদের ঠেলে দিচ্ছেন। আন্দোলনে মেয়েদের ব্যবহার করা হয়েছে। তারা সূর্যসেন হলে হামলা করেছে, বিজয় একাত্তর হলে আক্রমণ করেছে, বঙ্গবন্ধু হলে হামলা করেছে, তারা তো মেয়ে না, তারা শিবির-ছাত্রদলের ক্যাডার। আন্দোলনকারী শিবির-ছাত্রদলের সঙ্গে আদর্শিক লড়াইয়ের অংশ হিসেবে আমরা দাঁড়িয়েছি।’

এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ থেমে গেলেও পুরো ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বিকেল পৌনে ৫টার দিকে ঢাবির বিজয় একাত্তর হলের সামনে আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল।
শেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্য এলাকা থেকে উপাচার্যের বাসভবন (ভিসি চত্বর) পর্যন্ত দখলে নিয়েছে ছাত্রলীগ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে কোটাবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে ফের সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগ।
সোমবার (১৫ জুলাই) বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে সংঘর্ষ শুরু হয়। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দও শোনা যায়।