মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী :
‘আসিয়ান চাপ দিলেই রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব’
মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি বলেছেন, ‘আসিয়ানভুক্ত দেশগুলো মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করলে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব।’
সোমবার বেলা ১১টার দিকে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী। এ সময় তিনি ক্যাম্পের বিভিন্ন ব্লক ঘুরে দেখেন এবং নির্যাতিত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।
রোহিঙ্গা ইস্যুতে মালয়েশিয়া সব সময় বাংলাদেশের পাশে থাকবে উল্লেখ করে আহমদ জাহিদ হামিদি আরো বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ একা নয়। নতুন করে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রয়োজনীয় সহায়তা দিতে বাংলাদেশ সরকারের পাশে রয়েছে তাঁর দেশ।
এ সময় উপপ্রধানমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার মানব উন্নয়নমন্ত্রী রিচার্ড রিওদসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন