আ.লীগের নির্বাচনী সভায় চা-বিস্কিটের বিল পরিশোধ নিয়ে উত্তেজনা
টাঙ্গাইলের মির্জাপুরে আওয়ামী লীগের নির্বাচনী সভায় চা বিস্কিটের বিল পরিশোধকে কেন্দ্র করে ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতার মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে উপজেলার বানাইল ইউনিয়নের ভাবখন্ড বাজারে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে এই মারামারির ঘটনা ঘটে।
জানা গেছে, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের ভাবখন্ড বাজারে দলীয় কার্যালয়ে এক সভার আয়োজন করা হয়। সভায় পাশের এক দোকান থেকে চা ও বিস্কিট নিয়ে নেতা কর্মীদের আপ্যায়ন করা হয়। সভা শেষে ওই দোকানে বিল পরিশোধকে কেন্দ্র করে বানাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান উজ্জলের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আলী আজম খান ও তার ছেলে অনিক খান উজ্জলকে মারধর করে। পরে উজ্জলও তাদের মারতে যায়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা তাদের শান্ত করে।
বানাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান উজ্জল বলেন, চা বিস্কিটের টাকা পরিশোধ করতে দোকানে গেলে আলী আজম খান ও তার ছেলে আমাকে মারধর করেন।
তবে বানাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলী আজম খান বলেন, উজ্জলই তাদের ওপর চড়াও হয়ে মারতে আসেন।
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর উপজেলার বানাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলী আজম খান ইউনিয়নের ভাবখন্ড আওয়ামী লীগ কার্যালয়ে সাটানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত পোস্টার ছিঁড়ে পুকুরে ফেলে দেন। ওই পোস্টারে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও মির্জাপুর আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী খান আহমেদ শুভর ছবি থাকায় ছিঁড়ে ফেলেন। এছাড়া আলী আজম খান গত ইউপি নির্বাচনে নৌকার বিরুদ্ধে কাজ করেছেন বলে অভিযোগ রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন