আ.লীগের নেতৃত্বে থাকবেন ত্যাগীরাই : তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল না তখন যারা নির্যাতন-কষ্ট সহ্য করেছেন সেই সব ত্যাগী নেতাদের দলে মূল্যায়ন করতে হবে। তবেই তৃণমূল পর্যায়ে দল সুসংগঠিত হবে।

শনিবার দুুপুরে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্যে তিনি একথা বলেন।

এ সময় তথ্যমন্ত্রী আরও বলেন, এক সময়ের তলাবিহীন ঝুড়ি বাংলাদেশ আজ আর নেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশ আজ স্বনির্ভর। উন্নয়নের ধারাবাহিকতায় বিশ্বের দরবারে বাংলাদেশ আজ রোল মডেল হয়ে দাঁড়িয়েছে। তার গতিশীল নেতৃত্বে খাদ্য ঘাটতির বাংলাদেশ আজ খাদ্যে উদ্বৃত্ত দেশে পরিণত হয়েছে। এদেশের তৈরি পোশাক সুনামের সঙ্গে বিদেশে রফতানি হচ্ছে।

স্থানীয় জে কে কলেজ মাঠে দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান খান সেলিমের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হকের পরিচালনায় সম্মেলনে দলের সাংগঠনিক রিপোর্ট পেশ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক।

সম্মেলন উদ্বোধন করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু। বিশেষ অতিথির বক্তব্য দেন- কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কার্যনির্বাহী সদস্য শাহাবউদ্দিন ফারাজী। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।

অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রদীপ কুমার রায়, সাংগঠনিক সম্পাদক শাহাদৎ আলম ঝুনু, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তবিবর রহমান তবি, দফতর সম্পাদক আলরাজী জুয়েল, শ্রমবিষয়ক সম্পাদক এসএম রুহুল মোমিন তারিক।

উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, সাগর কুমার রায়, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আরিফ ওপেল, যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফী হিরো, সদস্য আনোয়ার জর্জিস, আবু সাঈদ ফকির, মাহবুবা নাসরিন রূপা প্রমুখ।