আ. লীগের মনোনয়ন পেলেন ফারুক
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক)। ঢাকা-১৭ আসন থেকে তাকে মনোনয়ন দেয়া হয়েছে।
রোববার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ফারুকের হাতে মনোনয়নের চিঠি তুলে দেয়া হয়।
ফারুক বলেন, এইমাত্র মনোনয়নপত্র হাতে পেলাম। এখন গাড়িতে আছি, বাসায় ফিরছি। ঢাকা-১৭ আসনের জন্য আমাকে মনোনয়ন দেয়া হয়েছে।
ওই আসনে বর্তমান সংসদ সদস্য (এমপি) বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) সভাপতি আবুল কালাম আজাদ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ফারুক গাজীপুর-৫ আসনের জন্য দলীয় মনোনয়নপত্র কিনেছিলেন। তবে ওই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মেহের আফরোজ চুমকি।
উল্লেখ্য, নায়ক ফারুক স্কুলজীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ১৯৬৬ সালে ছয়দফা আন্দোলনে যোগ দেন। ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহভাজন ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে চলচ্চিত্রে অভিনয়ের জন্য অনুপ্রাণিত করেছিলেন। ইতিমধ্যে শতাধিক চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেন। এখন তিনি মাঠে নেমেছেন ভোটারের মন জয় করতে। রাজনীতির মঞ্চেও সরব এ অভিনেতা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন