আ.লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (২২ মার্চ) বিকাল সাড়ে তিনটায় বিক্ষোভ সমাবেশ শুরু হয়। জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন তারা।
এ সময় ‘আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘এনসিপি কী চায়, আওয়ামী লীগের বিচার চায়’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘বিচার বিচার বিচার চাই, আওয়ামী লীগের বিচার চাই’, ‘গুম খুনের বিচার চাই, আওয়ামী লীগের বিচার চাই’, ‘জুলাই হত্যার বিচার চাই, আওয়ামী লীগের বিচার চাই’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন তারা।
বিক্ষোভ সমাবেশে এনসিপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিত হওয়ার কথা রয়েছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন