ইঁদুরের গর্তের ধান খুঁজে পিঠাপুলি খাওয়ার স্বপ্ন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/Birgonj-finding-Rice-Rate-hole-pic-2-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের কেননা কান্দর এলাকার ধানক্ষেতে দেখা মিলছে এক ব্যতিক্রমী চিত্র। হতদরিদ্র পরিবারের শিশু-কিশোরেরা দল বেঁধে হাতে সাবল, কোদাল, বাসিলা আর গামলা বালতি নিয়ে ধানক্ষেতে ইঁদুরের গর্তে খুঁজছে। তাদের স্বপ্ন, এই ধান দিয়ে তারা পিঠাপুলি বানিয়ে খাওয়া।
কোমরপুর গ্রামের মুহিত (১২) বলেন, “আমরা ৪-৫ জন মিলে ইঁদুরের গর্তে ধান খুঁজতে আসি। ধান পেলে পিঠাপুলি বানিয়ে খাই। বাবা দিনমজুর, তাই আলাদা করে ধান কেনার সামর্থ্য নেই। ইঁদুরের গর্ত থেকে প্রতিদিন ১০ থেকে ১২ কেজি পর্যন্ত ধান পাই। যা ভাগাভাগি করে নেই। কিছু ধান দিয়ে পিঠাপুলি বানাই, আর বাকি ধান দিয়ে কয়েকদিনের ভাতের যোগান হয়।
স্থানীয় বাসিন্দা সাজ্জাদ হোসেন জানান, “তারা গরিব মানুষ। পিঠাপুলি খাওয়া তাদের কাছে স্বপ্নের মতো। তাই ইঁদুরের গর্ত থেকে ধান সংগ্রহ করে একটু স্বাদ বদলানোর চেষ্টা করে।”
অভাব-অনটনের মধ্যেও শিশুদের মুখে এক চিলতে হাসি জীবনযুদ্ধের কঠিন বাস্তবতাকে কিছু সময়ের জন্য মলিন করে দেয়।
সমাজের বিত্তবানদের উচিত এসব পরিবারের পাশে দাঁড়ানো, যাতে তাদের জীবনযুদ্ধ কিছুটা সহজ হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন