ইইউ ইলেকশন এক্সপার্টদের সঙ্গে বিএনপির বৈঠক
বিএনপির একটি প্রতিনিধি দল ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইলেকশন এক্সপার্ট টিমের সঙ্গে বৈঠক করেছে। ভার্চুয়াল বৈঠকটি বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে শুরু হয়ে সন্ধ্যায় শেষ হয়।
এ তথ্য নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ।
ইইউ’র ইলেকশন এক্সপার্ট টিমের প্রতিনিধি দলের ছিলেন ডেভিড নোয়েল ওয়ার্ড (ইলেকশন এক্সপার্ট), আলেকজান্ডার ম্যাটাস (ইলেকটোরাল এনালিস্ট), সুইবেস শার্লট (ইলেকটোরাল এনালিস্ট) এবং রেবেকা কক্স (লিগ্যাল এক্সপার্ট)।
তবে এ বিষয়ে বিএনপির কোনো নেতা মন্তব্য করেননি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন