ইউক্রেনের আরও তিন জাহাজ খাদ্যশস্য নিয়ে রওনা দিচ্ছে
জাতিসংঘ ও তুরস্কের উদ্যোগে খাদ্যশস্য রফতানি নিয়ে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি হয় ইউক্রেনের। এই চুক্তির মাধ্যমে কৃষ্ণ সাগরের দিয়ে দীর্ঘ পাঁচ মাস পর আবারও খাদ্যশস্য রফতানি করতে পারছে ইউক্রেন।
এরই মধ্যে ইউক্রেনের বন্দর থেকে প্রথম জাহাজটি তুরস্ক হয়ে লেবাননের পথে রয়েছে।
এবার ইউক্রেন থেকে খাদ্যশস্য নিয়ে আরও তিনটি জাহাজ যাত্রার জন্য প্রস্তুত বলে জানিয়েছে তুরস্ক।
আজ শুক্রবারই নতুন এই তিনটি জাহাজ রওনা দেবে।
এই জাহাজগুলোও কৃষ্ণসাগরের পথ দিয়ে ইউরোপ এবং আফ্রিকার বিভিন্ন দেশে যাবে বলে জানানো হয়েছে।
চলমান যুদ্ধের আগে পর্যন্ত ইউক্রেন বিশ্ববাজারে বিপুল পরিমাণ খাদ্যশস্য রফতানি করে এসেছে। রাশিয়ার সামরিক অভিযানের ফলে সেই সরবরাহ আচমকা বন্ধ হয়ে যাওয়ায় সংকট সৃষ্টি হয়।
কৃষ্ণ সাগরে রাশিয়ার অবরোধের ফলে ইউক্রেনের বন্দরগুলো নিষ্ক্রিয় হয়ে পড়ে।
তবে বর্তমান বোঝাপড়া কতদিন স্থায়ী হবে, সে বিষয়ে সংশয় এখনও কাটেনি।
সূত্র: দ্য গার্ডিয়ান, আনাদোলু এজেন্সি
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন