ইউক্রেনে রুশ হামলায় প্রায় ৮ হাজার ৪৯০ জন মানুষ নিহত : জাতিসংঘ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/04/IMG-20230412-WA0009-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
জাতিসংঘ দাবি করেছে, ইউক্রেনে রুশ হামলায় এ পর্যন্ত সাড়ে আট হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সংস্থাটি জানিয়েছে, নিহতদের অধিকাংশই ইউক্রেনের সরকার নিয়ন্ত্রিত এলাকার বাসিন্দা।
ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় ওএইচসিএইচআর এর তথ্য অনুযায়ী, গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরুর পর চলতি বছরের ৯ এপ্রিল পর্যন্ত ৮ হাজার ৪৯০ জন নিহত ও ১৪ হাজার ২৪৪ জন আহত হয়েছেন।
ওএইচসিএইচআর জানিয়েছে, এই সংখ্যা আরও বেশি হতে পারে। তীব্র সংঘাতের কারণে কিছু জায়গা থেকে তথ্য পেতে দেরি হয়েছে। এছাড়া কিছু তথ্য এখনো গোপন রাখা হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ডোনেটস্ক ও লুহানস্কে মারা গেছেন ৩ হাজার ৯২৭ জন।
এদিকে ওয়াশিংটনভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) বিশ্বাস করে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে পাল্টা হামলা বিলম্বিত করতে যুদ্ধবিরতির প্রস্তাব দিতে পারেন। সংস্থাটির মতে, রাশিয়ার প্রেসিডেন্ট এর জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ছুটি বেছে নিতে পারেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন