ইউপি নির্বাচনে সহিংসতার দায় নেবে না নির্বাচন কমিশন

স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতা ও খুনের দায় কোনোভাবে নির্বাচন কমিশন বা আইনশৃঙ্খলা বাহিনীকে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
বুধবার (১০ নভেম্বর) বিকেলে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি বলেন, অধিকাংশ সহিংসতা ঘটে পূর্বশত্রুতা বা স্থানীয় দ্বন্দ্বের কারণে। এসব দমনে প্রার্থী ও সমর্থকদের আন্তরিক হতে হবে। এরপরও যদি কোনো অঘটন ঘটে, তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
আগামীকাল বৃহস্পতিবার (১১ নভেম্বর) অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপের নির্বাচন উৎসবমুখর পরিবেশে হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। এ সময় ইউপি নির্বাচনের চতুর্থ ধাপের তফসিল ঘোষণা করেন কমিশন সচিব হুমায়ুন কবির।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















