ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
কোপা আমেরিকার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। মেসির নেতৃত্বে একাদশে শেষ দুই ম্যাচের একাদশ থেকে বেশ কিছু পরিবর্তন এনেছেন কোচ লিওনেল স্কলানি।
বাংলাদেশ সময় রোববার (০৪ জুলাই) সকাল সাতটায় ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। সরাসরি দেখা যাবে সনি টেন ও সনি সিক্স চ্যানেলে।
এই ম্যাচে কারা থাকবেন দলটির একাদশে? এমন ভাবনা অনেকের মনে। প্রায় ম্যাচের আগেই নিশ্চিত একাদশ দিলেও এই ম্যাচের আগে তেমন কিছু জানাননি আলবিসেলেস্তে কোচ লিওনেল স্ক্যালোনি। তবে আর্জেন্টিনার বিশ্বস্ত সংবাদ মাধ্যম টিওআইসি স্পোর্টস জানিয়েছে, একাদশ প্রায় চূড়ান্ত।
ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ:
এমি মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ানো রোমেরো/জার্মান পেজ্জেল্লা, নিকলাস অটামেন্ডি, মার্কোস আকুনইয়া/ নিকোলাস টালিয়াফিকো, রদ্রিগো ডি পল, লেয়ান্দ্র পারেদেস/গুইদো রদ্রিগেজ, লো চেলসো, লিওনেল মেসি, লাওতারো মার্টিনেজ, নিকো/পাপু গোমেজ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন