ইডেনের সাবেক অধ্যক্ষ খুনে গ্রেপ্তার ৩


ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যাকাণ্ডে দায়ের মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে নিউ মার্কেট থানার ওসি আতিকুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, অধ্যক্ষ মাহফুজা হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি হলেন, গৃহকর্মী রূপা ওরফে রেশমা ও স্বপ্না। এ ছাড়া সন্দেহের তালিকায় ছিলেন গৃহকর্মী সরবরাহকারী রুনু।
ওসি আরও জানান, এদের মধ্যে স্বপ্না ও রুনু এবং অপর এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। স্বপ্নার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ইটনা থানাধীন রায়কুটি এলাকায়। আরেক গৃহকর্মী রেশমাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
এ বিষয়ে ব্রিফ করে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
এর আগে গত ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর এলিফেন্ট রোডের সুকন্যা টাওয়ারের বাসায় খুন হন অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন।
৬৬ বছর বয়সী মাহফুজা চৌধুরীর গ্রামের বাড়ি গোপালগঞ্জ। তিনি ও তার স্বামী ভবনটির ১৬/সি নম্বর ফ্ল্যাটে থাকতেন।
পরের দিন মাহফুজার স্বামী মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভাইস-চেয়ারম্যান ইসমত কাদির গামা বাদী হয়ে বাসার দুই গৃহকর্মীসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে নিউ মার্কেট থানায় মামলা করেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন