ইতালির জেনোভা শহরে কী করছেন নুসরাত ফারিয়া ও জিৎ ?

ইতালিতেই এ বছর ঈদুল আজহা পালন করতে হয়েছে ঢালিউড নায়িকা নুসরাত ফারিয়াকে। সেখানে ‘ইন্সপেক্টর নটি কে’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন ফারিয়া। ছবিতে নায়ক হিসেবে আছেন তার ‘বাদশা-দ্য ডন’ ও ‘বস টু’ ছবির সহশিল্পী জিৎ।
‘ইন্সপেক্টর নটি কে’ ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের জিৎ ফিল্মওয়ার্কস। ইতালির জেনোভা শহরে শ্যুটিং চলছে। গত ২৮ আগস্ট ছবির শুটিং শুরু হয়। ছবিটি পরিচালনা করছেন ভারতের নির্মাতা অশোক পাতি।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন