ইতালি প্রবাসীকে জমি বুঝিয়ে দিলো আশিয়ান সিটি

ইতালি প্রবাসী মো. হাবিবুর রহমান মুন্সীকে তার নিজস্ব জমি বুঝিয়ে দিলো আশিয়ান সিটি।
আশিয়ান সিটির চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ভূঁইয়া বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) জমির দলিল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
দলিল গ্রহণের পর মো. হাবিবুর রহমান মুন্সী আশিয়ান সিটি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, ‘সঠিক সময়ে জমির মালিকানা বুঝিয়ে দেয়ায় আমি অত্যন্ত আনন্দিত। আশিয়ান সিটির প্রতি আমার আস্থা আরও বেড়ে গেলো।’
জমির বিবরণ অনুযায়ী জানা যায়, ঢাকা জেলার দক্ষিণ খান মৌজায় অবস্থিত মোট ১০.৭২৫ শতাংশ বা স্থানীয় মাপে ৬.৫০ কাঠা জমি তিনি বুঝে পান। জমিটি মহানগর জরিপের ৩১৩৭৮ নং দাগের কাতে ৮.৫৫ শতাংশ, ৩১৩৭৭ নং দাগের ১.১০ শতাংশ এবং ৩১৩৭৬ নং দাগের ১.০৭৫ শতাংশ নিয়ে গঠিত। জমিটি আশিয়ান সিটি প্রকল্পের ব্লক-এ, রোড নং ২৪ এ অবস্থিত।
এ সময় আশিয়ান সিটির চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘আমরা সবসময় প্রতিশ্রুতি অনুযায়ী গ্রাহকদের জমি ও ফ্ল্যাট বুঝিয়ে দিতে বদ্ধপরিকর। আমাদের প্রকল্পে যারা বিনিয়োগ করেছেন তারা যেন নির্দ্বিধায় সম্পত্তির মালিকানা পান, সেটিই আমাদের প্রধান লক্ষ্য।’

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন