ইতিহাস ঐতিহ্যের সুসঙ্গ নেত্রকোনার দুর্গাপুর শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ -গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে ইতিহাস ঐতিহ্যের সুসঙ্গ দুর্গাপুর শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় ওয়াই.এম.সি.এ হলরুমে দু-দিন ব্যাপি এ সেমিনারের উদ্বোধন করেণ বিশিষ্ট শিক্ষাবিদ অ্যাডভোকেট এম.এ জিন্নাহ।
সেমিনারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করে।
কালচারাল একাডেমির পরিচালক কবি পরাগ রিছিলের সভাপতিত্বে ও নৃত্য শিক্ষক মালা মার্থা আরেং এর সঞ্চালনায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন প্রভাষক লেখক ও গবেষক সাংবাদিক তোবারক হোসেন খোকন।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সিনিয়র সাংবাদিক সাবেক সভাপতি দুর্গাপুর প্রেসক্লাব এস.এম রফিকুল ইসলাম রফিক, উপজেলা বিএনপির সহ সভাপতি এম রফিকুল ইসলাম, কালচারাল একাডেমির কার্যনির্বাহী কমিটির সদস্য সন্ধ্যা রানী হাজং।
সেমিনারে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে দুর্গাপুরের সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাস বিষয়ক বিভিন্ন তথ্য তুলে ধরা হয়৷ দুর্গাপুরের ইতিহাস ঐতিহ্য তরুণ প্রজন্মের মাঝে জানাতে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




