ইনিংস শুরু হতেই ফিরে গেলেন তামিম
ঢাকা টেস্টের তৃতীয় দিনে জয়ের জন্য ৩৩৯ রানের বোঝা মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। শনিবার দিনের প্রথম ঘন্টার মধ্যেই শ্রীলঙ্কাকে ২২৬ রানে অল আউট করে এই লক্ষ্য পেয়েছে বাংলাদেশ। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের স্পিনবান্ধব পিচে এটা যেকোন দলের জন্যই অনেক বড় লক্ষ্য। এমন ম্যাচে ইনিংসের শুরুতেই বাংলাদেশ বড় ধাক্কা খেয়েছে ওপেনার তামিম ইকবালের উইকেট হারিয়ে। রিপোর্ট লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ২.৪ ওভারে ১ উইকেট হারিয়ে ১২ রান। জয়ের জন্য এখনও ৩২৭ রান প্রয়োজন বাংলাদেশের।
আগের দিনই শ্রীলঙ্কা পেয়েছিল ৩১২ রানের লিড। তৃতীয় দিন সকালে দলটির উইকেট পেতে কিছুটা বেগ পেতে হলেও তাইজুল ইসলামের পরপর দুই বলে দুই উইকেটের কল্যাণে বাংলাদেশের সামনে ৩৩৮ রানের লিড নিতে পারে লঙ্কানরা। তবে মিরপুরে সর্বোচ্চ ২০৯ রান তাড়া করে জেতার রেকর্ড আছে, ৩০০ রান তাড়া করে জেতেনি কোন দল। কঠিন হলেও শুক্রবার বাংলাদেশ দলের তরুণ অল রাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেছিলেন, তামিম-মুশফিকরা দায়িত্ব নিয়ে ব্যাট করলে এই ম্যাচও জেতা সম্ভব। তবে সেই প্রত্যয়ে একটা বড় ধাক্কা হয়েই এসেছে ইনিংসের শুরুতে তামিমের উইকেটটি।
ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই সাজঘরে ফিরে গেছেন তামিম। লঙ্কান স্পিনার দিলরুয়ান পেরেরা এলবিডাব্লিউয়ের আবেদন করলে আম্পায়ার আউট দেন। তামিম রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। ফলে দলীয় ৩ রানেই প্রথম উইকেট হারাতে হয় বাংলাদেশকে।
নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমে ৯ রান সংগ্রহ করে ফেলেছেন মুমিনুল হক। অপর ওপেনার ইমরুল কায়েস এখনও রানের খাতা খোলেননি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন