ইন্টারনেটের ওপর ভ্যাট কমাতে সিদ্ধান্ত নেব : মুহিত
দেশে তথ্যপ্রযুক্তির বিকাশে আগামী বাজেটে ইন্টারনেটের ওপর আরোপিত ভ্যাট কমানোর বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সফটওয়ার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মুহিত এ কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, ‘মোস্তফা জব্বার যে প্রস্তাব করেছেন ভ্যাট সম্বন্ধে এবং সে ব্যাপারে আমি একটা ইতিবাচক সিদ্ধান্ত দেওয়ার আশা করছি। সে কারণে আমার মনে হয় আপনাদের অসন্তুষ্ট হওয়ার কারণ নেই।’
অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার গ্রাহকদের বিনামূল্যে মোবাইল ফোন ফোরজিতে রূপান্তর করতে সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান।
টেলিযোগাযোগমন্ত্রী বলেন, ‘থ্রিজি থেকে ফোরজিতে যাওয়ার জন্য যে সিম রিপ্লেসমেন্টটা হবে সেই করটা যেন মওকুফ করা হয়। আমরা এটুকু বলতে পারি ক্যালকোগুলো যেন আমাদের জনগণকে ফোরজি দেওয়ার জন্য কোনো ধরনের কর আরোপ করতে সক্ষম না হয়।’
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়ার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত চার দিনব্যাপী এই সফটওয়ার মেলায় অংশ নেয় শতাধিক সফটওয়ার নির্মাতা প্রতিষ্ঠান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন