ইন্টারনেটে ঝড় তুলেছে ‘মানুষমুখী’ হনুমান (ভিডিও)
এবার ইন্টারনেটে ঝড় তুলেছে একটি মানুষমুখী হনুমান। এই হনুমানটি আর ১০টি হনুমানের মতো নয়। তাকে দেখলে মনে হয় সবসময় একটি অজানা ভয় ও শঙ্কার মধ্যে আছে। চেহারায় ‘মাত্রই কোনো কারণে চমকে গেছে’ এমন ভাব।
চীনের সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে হনুমানটির ছবি ও ভিডিও। তিয়ানজিন চিড়িয়াখানায় দেখা মিলবে মজার এ প্রাণীটির।
গত রবিবার ইউটিউবেও আপলোড করা হয়েছে ১৮ বছরের ব্ল্যাক-কেপড ক্যাপুচিনের ভিডিও। সাধারণত মধ্য ও দক্ষিণ আমেরিকায় দেখা মেলে এই প্রজাতির হনুমানের। এ প্রজাতির হনুমান গড়ে ২০ বছর বাঁচে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন