ইন্দোনেশিয়ায় আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ৪৭
ইন্দোনেশিয়ায় একটি আতশবাজি কারাখানায় বিস্ফোরণে ৪৭ জন শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অনেকে।
দেশটির রাজধানী জাকার্তার পাশে স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৯টায় এ ঘটনা ঘটে। খবর বিবিসির।
ফ্যাক্টরি থেকে নিহতদের দেহ বের করার চেষ্টা করছেন উদ্ধারকারীরা। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবরে বলা হয়েছে।
রাজধানী জাকার্তার পশ্চিমে বাতেন প্রদেশে জনবহুল এলাকা তানগেরাংয়ে ওই ফ্যাক্টরি অবস্থিত। জাকার্তা থেকে এর দূরত্ব ২৫ কিলোমিটার।
পুলিশের বরাত দিয়ে খবরে বলা হয়, ওই ফ্যাক্টরিতে ১০৩ জন শ্রমিক কাজ করছিলেন।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, ওই কারখানায় যারা কাজ করতেন তাদের অধিকাংশই নারী। বিস্ফোরণে আহতদের উদ্ধার করে স্থানীয় তিনটি হাসপাতালে নেয়া হয়েছে। অন্যদিকে নিহতদের পরিচয় নিশ্চিত হতে তাদের মরদেহ জাকার্তার পুলিশ হাসপাতালে নেয়া হয়েছে।
বৈদ্যুতিক লাইনে ত্রুটির কারণে এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে তদন্ত করছে পুলিশ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন