ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের নুসা তেনগারা রাজ্যে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

দেশটির আবহাওয়া ও ভূতত্ত্ব সংস্থা জানিয়েছে, রিখটার স্কেলে মঙ্গলবার ভোরে আঘাত হানা ভূমিকম্পের তীব্রতা ছিল ৬ দশমিক ২।

এই ভূমিকম্পের উৎপত্তিস্থল রাজ্যের সুম্বা বারাত জেলার দক্ষিণ-পশ্চিমের ১০৩ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

তাক্ষণিকভাবে ভূমিকম্পে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

গত বছর ইন্দোনেশিয়া একাধিক প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়। এর মধ্যে লুম্বক দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে বড় ধরনের প্রাণহানি ও বিপর্যয় নেমে আসে।

ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরের সর্বোচ্চ ভূমিকম্প ঝুঁকি ‘রিং অব ফায়ারে’ অবস্থিত, যেখানে টেকটনিক প্লেটের মধ্যে প্রায়ই সংঘর্ষ হয়। ফলে ভূমিকম্প এবং আগ্নেয়গিরির মতো প্রাকৃতিক দুর্ঘটনা হরহামেশাই ঘটে।

গত বছরের সেপ্টেম্বরে ইন্দোনেশিয়ার সুলেসি দ্বীপে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এরপর সুনামিতে ১০ ফিটের উপরে ঢেউ লোকালয়ে আছড়ে পড়ে। এতে ২ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়।