ইন্দোনেশিয়ায় ৬.৪ মাত্রার ভূমিকম্প
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ৬ দশমিক ৪। তবে রোববারের ওই ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভূমিকম্পে লোকজন আতঙ্কিত হয়ে নিজেদের বাড়ি-ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ৩৫ কিলোমিটার। স্থানীয় সময় সকাল ১০টা ৮ মিনিটে পশ্চিমাঞ্চলীয় বেংকুলু থেকে ৭৩ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে।
ইন্দোনেশিয়ার আবহাওয়া এবং ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি বেশ শক্তিশালী এবং অগভীর ছিল। পেডাং এবং পশ্চিম সুমাত্রার সব স্থানেই প্রচণ্ড কম্পন অনুভূত হয়েছে। তবে ভূমিকম্প থেকে সুনামি হওয়ার কোনো আশঙ্কা নেই।
ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখছেন কর্মকর্তারা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন