ইন্দ্র মোহন রাজবংশী’র মৃত্যুতে বাংলাদেশ ন্যাপ’র শোক

বাংলাদেশী লোকগানের শিল্পী ও মুক্তিযোদ্ধা ইন্দ্রমোহন রাজবংশী’র মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ কেরেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

বুধবার (৭ এপ্রিল) গণমাধ্রমে প্রেরিত এক শোকবার্তায় নেতৃদ্বয় প্রয়াত ইন্দ্র মোহন রাজবংশী’র আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

তারা বলেন, বাংলাদেশের ভাওয়াইয়া, ভাটিয়ালী, জারি, সারি, মুর্শিদি ইত্যাদি গানে তার অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তিনি নিজেকে রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করতে স্বক্ষম হয়েছিলেন।

নেতৃদ্বয় বলেন, ২০১৮ সালে সংগীত বিভাগে একুশে পদক প্রাপ্ত ইন্দ্র মোহন রাজবংশী মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা দিতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গান পরিবেশন করেছেন।