ইবতেদায়িতে বৃত্তি পাবে সাড়ে ২২ হাজার শিক্ষার্থী
ইবতেদায়ির সাড়ে ২২ হাজার শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি দেয়া হবে। মাদরাসা শিক্ষায় ঝরে পড়া রোধে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সোমবার ইস্কাটনে এবাকাস কনভেনশন সেন্টারে ‘ইবতেদায়ি স্তরে শিক্ষার্থী ঝরে পড়া রোধে করণীয়’ শীর্ষক কর্মশালায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান। মাদরাসা শিক্ষা অধিদফতর এ কর্মশালার আয়োজন করে।
শিক্ষামন্ত্রী বলেন, মাদরাসা শিক্ষায় অনেক সমস্যা ছিল। এ শিক্ষাকে অবহেলিত মনে করা হত। বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ নেয়ায় মাদরাসা শিক্ষার উন্নয়ন ঘটেছে এবং এর গুণগত মান বৃদ্ধি পেয়েছে। এ কারণে ১৫ হাজার শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি এবং ৭ হাজার ৫০০ শিক্ষার্থীকে মেধাবৃত্তি দেয়া হবে।
তিনি আরও বলেন, মাদরাসা শিক্ষার উন্নয়নে সরকার ৩৫টি মাদরাসাকে মডেল মাদরাসা হিসেবে প্রতিষ্ঠা করেছে। ৫১টি মাদরাসায় অনার্স কোর্স চালু করা হয়েছে। মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণের জন্য গাজীপুরে বাংলাদেশ মাদরাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (বিএমটিটিআই) প্রতিষ্ঠা করা হয়েছে।
মন্ত্রী বলেন, এ সরকারের আমলে ৩ হাজার ২০০ মাদরাসা ভবন নির্মাণ করা হয়েছে। আরও ১ হাজার ৮০০ ভবন নির্মাণ করা হবে।
মাদরাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর, অতিরিক্ত সচিব এ কে এম জাকির হোসেন ভূঞা এবং মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ কে এম ছায়েফ উল্লাহ বক্তৃতা করেন।
দিনব্যাপী কর্মশালায় সারাদেশ থেকে আগত বিভিন্ন মাদরাসার অধ্যক্ষ ও সুপার এবং অধিদফতরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন