ইবিতে বসন্ত উৎসবের মধ্য দিয়ে ৭ দিন ব্যাপী বইমেলা শুরু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/02/16763705042332.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
পহেলা ফাল্গুন ও বসন্তের প্রথম দিন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের উদ্দেগ্যে বসন্ত উৎসব পালিত হয়েছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে এ উৎসবের আয়োজন করা হয়।
এ উপলক্ষে বাংলা বিভাগের উদ্দেগ্যে এক শোভাযাত্রার আয়োজন হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবন থেকে বের হয়ে ক্যাম্পাসস্থ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের আম্রকাননের বাংলা মঞ্চে এসে মিলিত হয়।
সেখানে বেলা সাড়ে এগারোটায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে কর্তৃপক্ষ কর্তৃক অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। সভায় বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড.গাজী মাহবুব মুর্শিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার ড. আলমগীর হোসেন ভুঁইয়া। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান, প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ, শিক্ষক সমিতির সভাপতি ও সাবেক প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিকে একই স্থানে অমর একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে সপ্তাহব্যাপী একুশে বইমেলা শুরু হয়েছে আজ। মেলাটি আজ ১৪ ফেব্রুয়ারী থেকে আগামী ২০ ফেব্রুয়ারী পর্যন্ত চলমান থাকবে।
মেলাটি প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত চলবে। মেলায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, অফিস, হল, সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনগুলোকে প্রায় ৫০ টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।
আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম মেলার উদ্ধোধনী ঘোষণা করেন।
মেলা উদ্বোধন শেষে উপাচার্যসহ উপস্থিত অন্য অতিথিরা বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বসন্তই বিশ্বের বাসনা। আমরা জাতিতে ও পরিচয়ে বাঙালী। পৃথিবীর এমন কোন দেশ আছে কিনা! যেখানে আমাদের দেশের মতো ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য নিয়ে ১২ মাসে ছয় ঋতুর উপস্থিতি ঘটে আমার জানা নেই। হয়তো বিগত কয়েকবছর ধরে জলবায়ু পরিবর্তনের কারণে ঋতুর সময় একটু কম-বেশি হয়েছে।
তিনি বলেন, ছয় ঋতুর সমৃদ্ধ এ দেশ গড়তে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ যারা অবদান রেখেছেন, শহীদ হয়েছেন, পঙ্গুত্ববরণ করছেন আমি তাদের শ্রদ্ধাসহ স্মরণ করছি। আজকের এ আনন্দের দিনে অনুষ্ঠিত বইমেলা আমাদেরকে আরো প্রানবন্ত করে তুলবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন