ইবিতে বিশ্ব স্কাউটস্ দিবস পালন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল এর ১৬৬ তম জন্মবার্ষিকীতে বিশ্ব স্কাউটস দিবস পালন করেছে ইবি রোভার স্কাউটস গ্রুপ।
বুধবার ( ২২ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় রোভার স্কাউট গ্রুপের নির্ধারিত পতাকা স্ট্যান্ডে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে ইবি রোভার স্কাউট গ্রুপের আরএসএল প্রফেসর ড. কামরুল হাসান কর্তৃক জাতীয় পতাকা ও ইউনিট কাউন্সিল সভাপতি রোভার মুসা হাশেমী কর্তৃক স্কাউট পতাকা উত্তোলন করা হয়।
পরে রোভার স্কাউট সম্পাদক প্রফেসর ড. রুহুল কে এম সালেহ নেতৃত্বে ইবি রোভার স্কাউট ডেন থেকে একটি র্যালী বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসস্থ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টিএসসিসিতে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন রোভার স্কাউট আরএসএল প্রফেসর ড. কামরুল হাসান, ইউনিট কাউন্সিল সভাপতি রোভার মুসা হাশেমী সহ বিভিন্ন স্তরের রোভার ও গার্ল ইন রোভাররা। এসময় তারা বিপির বিভিন্ন বানী সংবলিত প্লাকার্ড হাতে র্যালীতে অংশ নেয়।
রোভার স্কাউট সম্পাদক প্রফেসর ড. রুহুল কে এম সালেহ বলেন, ‘মানসিকভাবে সুস্থ থাকতে স্কাউট একটি অন্যতম প্লাটফর্ম। স্কাউট প্রত্যেককে বিনয়ী হতে, অনুগত হতে, সত্যবাদী হতে এবং বন্ধু হতে সহায়তা করে; অন্যায়কারী হতে নয়’।
এ সম্পর্কে ইউনিট কাউন্সিল সভাপতি মুসা হাশেমী বলেন, ‘ব্যাডেন পাওয়েল আমাদের জন্য যে আদর্শ রেখে গিয়েছিলেন তার জন্য আমরা বিপির নিকট ঋণী। আমি মনে করি নতুন প্রজন্মকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আজকের এই দিনে স্কাউট আন্দোলনের রুপকারকে শ্রদ্ধার সাথে স্বরণ করছি’।
উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ’ এর সদস্যরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে নিরাপত্তা বিধান সহ সকল সামাজিক কাজে অংশগ্রহণ করে থাকে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন