ইবিতে ভর্তি সহায়তায় ছাত্র শিবিরের হেল্প ডেক্স

২০২৪- ২৫ শিক্ষাবর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তিইচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় ছাত্র শিবির ইবি শাখার হেল্প ডেক্স রয়েছে।যেখানে তারা নবীন শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রমে সহায়তা করছে।
বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদের প্রত্যেকটি অনুষদ ভবনের নিচে হেল্প ডেক্স রয়েছে। যেখানে অনুষদের সভাপতি সহ শিবিরের অন্যান্য কর্মীরা সহায়তা কাজে যুক্ত রয়েছে। তাদের এ কার্যক্রম ৩ আগস্ট থেকে আগামী ৭ আগস্ট পর্যন্ত চলবে।
বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির ইবি শাখার ব্যাবসায় প্রশাসন অনুষদের সভাপতি জাহিদ হোসেন বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম অত্যন্ত জটিল প্রক্রিয়া এবং হয়রানি মূলক। শিক্ষার্থীদের টাকা একাধিক রশিদ, একাধিক জায়গায় থাকে নিয়ে , টাকা জমা দিতে হয়। যা নতুন শিক্ষার্থীদের জন্য হয়রানিকর।নবীন শিক্ষার্থীদের হল রশিদ,ব্যাংক রশিদ বিভাগের টাকা জমার রসিদে টাকা দিতে হয়।আমরা সবগুলো রসিদ এক সাথে তাদের কে দিচ্ছি যাতে তাদের হয়রানি দূর হয়।বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাঁচটি দফা নিয়ে কাজ করে। এর মধ্যে চতুর্থ দফাটি হল ইসলামী শিক্ষা আন্দোলন এবং ছাত্র সমস্যার সমাধান।এটি চতুর্থ ধপার একটি অংশ।
বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির ইবি শাখার প্রকৌশল অনুষদের সভাপতি বলেন, ” আজকে তৃতীয় দিনের ভর্তি সহায়তা কার্যক্রম চলছে।শুধু এখানেই না আমাদের প্রত্যেকটি অনুষদ ভবনের নিচে দায়িত্বশীলরা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।যদি কোন শিক্ষার্থী তাদের ভর্তি কার্যক্রম এক দিনে সম্পূর্ণ করতে না পারে। আমাদের হল দায়িত্বশীলরা তাদের থাকার ব্যবস্থা করছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন