ইবিতে সাফিয়া ও নৌশিনের নেতৃত্বে শেখ হাসিনা হলের কালচারাল ক্লাব
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলের কালচারাল ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সাফিয়া হক এবং সাধারণ সম্পাদক হিসেবে ইংরেজি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের নৌশিন সাইয়ারা মনোনীত হয়েছেন।
বুধবার (১৯ সেপ্টেম্বর) সংগঠনটির প্রধান উপদেষ্টা ও আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেবা মন্ডলের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি সামন্নাহার শাম্মী ও হামিদা খাতুন, যুগ্ম-সাধারণ সম্পাদক নৌশিন তাসনিয়া অর্নি, সাংগঠনিক সম্পাদক কুররাতুল আইন, দাপ্তরিক সম্পাদক অর্থ সম্পাদ হাসনা হেনা,
অর্থ সম্পাদক সাজিয়া তাসনিম আপন, উপ-অর্থ সম্পাদক মনিরা বিথী, প্রচার সম্পাদক তাসনিম হাকিম প্রিয়া, উপ-প্রচার সম্পাদক শাপলা খাতুন, ইভেন্ট ম্যানেজমেন্ট বিষয়ক সম্পাদক বিজিতা আবৃত্তি, উপ-ইভেন্ট-ম্যানেজমেন্ট বিষয়ক সম্পাদক সাদিয়া ফাতেমা মেঘলা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাকন সরকার, উপ-সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মারিয়া আক্তার।
এছাড়াও কার্যনিবাহী সদস্য হিসেবে রয়েছেন আফসানা জামান তিনা, আরিফা সেতু, জান্নাতুল তামান্না, শারমিন শিলা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন