ইবিতে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের নবীনবরণ

নানা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীনবরণ সম্পূর্ণ হয়েছে।
সোমবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের আলোচনা কক্ষে অনুষ্ঠানটি পালিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতেই নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় বিভাগের সিনিয়র শিক্ষার্থীরা।পরবর্তীতে আবু হানিফ যুব আর সুরাইয়া ইসলাম উরমির সঞ্চালনায় ধর্মীয় গ্রন্থ পাঠ, অতিথিদের দিকনির্দেশনা মূলক বক্তব্য সম্পন্ন হয়।
হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাবসায় প্রসাশন অনুষদের ডিন অধ্যাপক ড. সেলিনা নাসরিন, বিশেষ অতিথি হিসেবে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুস সবুর, ব্যবস্থাপনা বিভাগের সভাপতি অধ্যাপক ড. গোলাম মহিউদ্দিন।
ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. সঞ্জয় কুমার সরকার, মার্কেটিং বিভাগের সভাপতি সাদিকুল আসাদ,ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি শরিফুল ইসলাম, অধ্যাপক ড. আবু সিনা,অধ্যাপক ড. জাকির হোসেন, কামাল হোসেন,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইবি শাখার সভাপতি মাহমুদুল হাসানসহ বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি শহিদুল ইসলাম বলেন, আমাদের এইচআরএম পরিবারে নবীন শিক্ষার্থীদের স্বাগতম জানাই। আমাদের বিভাগ একটি পরিবারের মত। পরিবারের সদস্যদের বিপদাপদে অন্য সদস্যরা যেভাবে এগিয়ে আসে, সেভাবে আমাদের বিভাগের শিক্ষার্থী একে আপরের পরিপূরক।
আমাদের বিভাগ বরাবরই মাদক, র্যাগিংয়ের বিরুদ্ধে অবস্থান করছে।নবীন শিক্ষার্থীরা কোন অনাকাঙ্ক্ষিত ঘঠনার মুখোমুখি হলে শিক্ষকদের সাথে যোগাযোগের অনুরোধ রইলো। তোমাদের সমস্যায় সবসময় বিভাগের শিক্ষকরা তোমাদের পাশে আছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন