ইবিতে ৩ হাজার শিক্ষার্থীর মিলনমেলা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রায় তিন হাজার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় ইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এটি হয়। অনুষ্ঠানে সংগঠনটির আহ্বায়ক মুহাম্মদ নাজমুল হক সাঈদীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

এছাড়া পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র উপদেষ্টা জিল্লুর রহমান ও ইবির আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন হামদর্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনজারুল আলম, ইবির উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসাইন আল মামুন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সদস্য সচিব মুহাম্মদ আব্দুল হাই।

এদিকে অনুষ্ঠানে অ্যালামনাই ডকুমেন্টারি ও স্মরণিকার মোড়ক উন্মোচন, ক্রীড়া প্রতিযোগিতা, অতিথিদের ক্রেস্ট প্রদান, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। পরে সংগঠনটির সাধারণ সভা হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মুহাম্মদ নাজমুল হক সাঈদী বলেন, আমরা যখন এখানে পড়াশোনা করেছি তখন আজকের মতো এতো বিভাগ ও সবুজে ঘেরা ক্যাম্পাস ছিল না। আজকে ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মধ্যে অন্যতম একটা বৃহৎ বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। একজন অ্যালামনাই হিসেবে আমরা আমাদের ক্যাম্পাস নিয়েই গর্ববোধ করি।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আপনাদের আগমন এখানে বসন্ত উৎসবের মতো মহিরূহে পরিণত হয়েছে। অ্যালামনাই অ্যাসোসিয়েশন একটি বিশ্ববিদ্যালয়কে প্রাইভেট ফান্ডিং করে থাকে। অ্যালামনাইরা চাইলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অনেক কিছু করতে পারেন।

মায়ের যেমন সেবা করা দরকার, অ্যালামনাই অ্যাসোসিয়েশনেরও তেমন বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের কাজ করা দরকার। প্রাক্তনরাই বিশ্ববিদ্যালয়ের প্রাণ। আপনারাই ভ্রাতৃত্বের বন্ধনে এ বিশ্ববিদ্যালয়কে আগলে রাখবেন বলে আমরা আশা করছি।